বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার সকালে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন ও সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন।
উপজেলার কানুনগোপাড়া ও জোটপুকুর পাড় এলাকায় এ অভিযানে ১৭টি স্থাপনা উচ্ছেদ ও ১ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন জানান, অভিযানে ওইসব এলাকায় ফুটপাত দখলসহ অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট, স্থাপনাসহ উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও যানজট নিরসনের করতেই এ অভিযান করা হচ্ছে বলেও জানান তিনি ।