চট্টগ্রামঃ
পানির মূল্য বৃদ্ধি গ্রাহকের পাশাপাশি শিল্প উৎপাদনে প্রভাব ফেলতে পারে বলে মত প্রকাশ করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
গ্রাহকদের বিভিন্ন অভিযোগ নিয়ে গত ২১ আগস্ট ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহর সাথে তাঁর দফতরে মতবিনিময় করতে গিয়ে এ অনুরোধ জানান সুজন।
এ সময় তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু এলাকা এখনও ওয়াসার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে নোংরা, ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, গ্রাহক হয়রানি, অপর্যাপ্ত পানি সরবরাহ, লাইন আছে পানি নেই এবং বিল নিয়েই গ্রাহকের প্রায়শই অভিযোগ। এসব অভিযোগের পরেও দীর্ঘদিন ধরে ওয়াসার বিল পরিশোধ করে আসছেন ভুক্তভোগী গ্রাহকগণ।
সবকিছু বিবেচনা করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার অনুরোধ জানান তিনি। পরবর্তীতে ওয়াসার গ্রাহকদের অভিযোগ সম্বলিত একখানা কপি ওয়াসার এমডির নিকট হস্তান্তর করেন তিনি। প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে গ্রাহক ভোগান্তি নিরসনের দাবি জানান আলম সুজন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গ্রাহকদের অভিযোগের গুরুত্ব উপলদ্ধি করে সমস্যাগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, ওয়াসার নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান, সদস্য সচিব মো. হোসেন, অনির্বান দাশ বাবু, সাহেদ বশর, সমীর মহাজন লিটন, শহীদুল আলম লিটন, ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এনায়েত উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মো. বেলাল, এসকান্দর মিয়া, রেজোয়ান হোসেন দুলাল, আনোয়ার হোসেন চৌধুরী, শাহনেওয়াজ আশরাফী, মনির হোসেন, মোহাম্মদ হারুন, ফয়সাল বাদশা প্রমূখ।