চট্টগ্রামঃ
গতকাল ২১ আগষ্ট রবিবার, বিকাল ৫টার সময় বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিহতদের স্মরণে চট্টগ্রামস্থ নয়াবাজার মোড়ে মাতৃভূমি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডাঃ দিবাকর চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন যীশু দের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গ্রেনেড হামলায় ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিতে গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানান।
ডাঃ দিবাকর চন্দ্র দাস ওনার বক্তব্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুর রহমান এর সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ এর প্রধান উপদেষ্টা, বর্তমান বিসিবির সফল চেয়ারম্যান আলহাজ্ব জনাব নাজমুল হাসান পাপন এমপি ভাইয়ের গর্ভধারিনী মা, বিশিষ্ট নারীনেত্রী, মহান মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীর আহতের ঘটনা তুলে ধরে নিহত আইভি রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে হামলার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবী জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি মোঃ ইব্রাহীম শিকদার দুলাল, মোঃ জাহেদুল ইসলাম সুজন, মোঃ মোশারেফ হোসেন পাটোয়ারী, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন, কৃষি বিষয়ক সম্পাদক শান্ত সেন প্রমুখ।