চট্টগ্রামের সময় ডেস্কঃ
কানাডা থেকে শপথ নিয়ে আসার পর লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী।
গতকাল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। গতকাল সন্ধ্যায় নতুন লায়ন গভর্নরকে চেয়ারে বসিয়ে অভিষিক্ত করেন সাবেক গভর্নরসহ ডিস্ট্রিক্টের শীর্ষ লায়ন নেতৃবৃন্দ।
এই সময় সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, সাবেক গভর্নর লায়ন এম এ মালেক, সাবেক গভর্নর লায়ন কামরুন মালেক, সাবেক গভর্নর লায়ন মোস্তাক হোসাইন, সাবেক গভর্নর লায়ন মনজুর আলম মনজু, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন কোহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ হাসান, কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।