চট্টগ্রামঃ
নগরের ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে বিভিন্ন কোম্পানির ৫০টি চোরাই মোবাইল সেটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাফে জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ফুটপাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহেল (৩৫), মো. আশরাফুল মিয়া (২৮), মো. সিরাজুল ইসলাম (২৯) ও মো. গোলাম নুর মিয়া (১৯)।
মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, বিভিন্ন কোম্পানির ৫০টি চোরাই মোবাইল উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইপিজেড থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।