হাটহাজারী প্রতিনিধিঃ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ এক সপ্তাহ অভিযান পরিচালনা করে ২৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। নদীতে অভিযান পরিচালনাকারী নৌ পুলিশ সূত্র জানায়, হালদা নদীতে মাছের আনাগোনা চলছে। এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর লোভী মাছ শিকারী নদীতে জাল পেতে মাছ শিকারের চেষ্টা করছে।
সরকার হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধির জন্য মাছ শিকার নিষিদ্ধ করেছে। এরপরও লোভী মাছ শিকারীরা বসে নেই। তারা নদীর বিভিন্ন স্থান কৌশলে জাল বসিয়ে মাছ শিকারের চেষ্টা করছে। তারা নৌ পুলিশ হালদা নদীর মোহনা, ছায়ারচর, কচুখাইন, কদুরখীল, মদুনাঘাট ও আশেপাশের এলাকায় জাল বসিয়ে মাছ শিকার করার চেষ্টা করছে।
নৌ পুলিশ গত মঙ্গলবার, সোমবার ও গতকাল বুধবার বিগত এক সপ্তাহ উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। নৌ পুলিশের হাটহাজারী ইনচার্জ মো. এনামুল হক জানান, সরকারের হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে মাছ শিকার নিষিদ্ধ করেছে, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য নৌ পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।