হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে একটি বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ফোরকান (৪৬) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
তিনি নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে এবং পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।
আজ শনিবার (৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ভোরে আগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে ফোরকান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা।
বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।