প্রেস বিজ্ঞপ্তিঃ
রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সারা চট্টগ্রামব্যাপী ৫০ হাজার ঔষজ, ফলদ ও বনজ গাছ রোপণ ও বিতরণের কর্মসূচি শুরু হয়েছে।
গতকাল রোববার সিআরবি সাত রাস্তার মোড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, বৃক্ষ রোপণ ও বিতরণের এ কর্মসূচি একটি মহৎ উদ্যোগ এবং প্রশংসনীয়। সামাজিক এবং মানবিক সংগঠনগুলোর উচিত এ রকম মহৎ কাজে এগিয়ে আসা।
এতে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রামের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এড. ইব্রাহীম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল করিম কাজল, সাবের আলম, মোরশেদ আলম এবং রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ লায়ন জাহেদুল করিম বাপ্পী, ডিপ্লোমা কৃষিবিদ গোলাম মোস্তফা, এম.এ জব্বার, জিয়াউল হক, বোরহান মালেকী, ইমরান, নয়ন, মুরাদ, রুবেল, ফয়েজ, মকছুদ, তাবাচ্ছুম প্রমুখ।