স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে স্বাগতিক ক্রিকেটারদের নিয়ে গড়া বিসিবি একাদশের বিপক্ষে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে বাংলাদেশের দলটিকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।
শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে নেই, এমন ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া হয়েছে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড। তবে জায়গা পেয়েছেন টেস্ট স্কোয়াডে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। টেস্ট দল থেকে সম্প্রতি বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসান আছেন প্রস্তুতি ম্যাচের দলে।
এছাড়া ঘরোয়া ক্রিকেট মাতানো এনামুল হক বিজয়কে রাখা হয়েছে স্কোয়াডে। তরুণরাও গুরুত্ব পেয়েছেন; আছেন শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধর মত পারফর্মাররা।
প্রসঙ্গত, আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও স্বাগতিক বিসিবি একাদশ।
একনজরে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের স্কোয়াড
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহী।
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার স্কোয়াড
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।