মীরসরাই প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়কমলদহ এলাকায় এনা পরিবহনের একটি বাস উল্টে ৩ যাত্রী নিহত হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশের টেরিয়াইল ফাঁড়ি ইনচার্জ আব্দুল্লাহ জানান বুধবার (৪ মে) দুপুরে ১টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী উক্ত বাসটি বড়কমলদহ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
নিহত যাত্রীরা হলেন-পাইয়া উপজেলার মোজামা পাড়া গ্রামের শান্ত আশ্চার্য্য (২৩), কুমিল্লা সদর থানার রায়পুর গ্রামের ফয়সাল (২২) ও কুমিল্লা জেলার মুরাদনগর গ্রামের মোস্তফা (৫৫)। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে।
ঘটনাস্থলে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এসআই বিপ্লব জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠান হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।