রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চিৎমরমে কর্ণফুলী নদীতে ডুবে জয়কান্তি দেব নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সে চিৎমরম বাজারের মৃত রনধীর কান্তি দে’র ছেলে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টার সময়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, শিশুটি বিকালে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরে খবর দেওয়া হলে দমকল বাহিনী এবং কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল ৩০ মিনিট চেষ্টা করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।