প্রেস বিজ্ঞপ্তিঃ
আনোয়ারা উপজেলার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার নগরীর মুরাদপুরের হোটেল জামানে পরিষদের সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও মিজান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সৃজন কুমার নাথ, লিটন কুমার চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী এনামুল হক, আব্দুচ ছবুর, আরিফুর রহমান ঝিনুক, আবু সাদেক সিটু, মোঃ রমিজ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর, শাহাদাত হোসাইন।
এতে উপস্থিত ছিলেন আলী আকবর বাবু, মোঃ আনিসুর রহমান, আতিকুল ইসলাম মাসুদ, মোঃ ইমরান খোকন, নুরুল আবছার সবুজ, মোঃ আলমগীর বাহাদুর, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ মেহেদী হোসেন, মোঃ এনামুল হক, মোঃ মোরশেদুল ইসলাম, মোঃ রিয়াজ প্রমুখ।
এতে বক্তারা বলেন, উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হওয়ার পর থেকেই প্রতিবছর ধারাবাহিক ভাবে বনভোজন, ইফতার মাহফিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করে আসছে। বিগত দুই বছর করোনা পরিস্থিতির কারণে কার্যক্রম থমকে ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই পরিষদ আবারো সবার সম্মিলিত প্রয়াসে কার্যক্রম চালাবে।
আবু সাদেক সিটুর দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।