চট্টগ্রামঃ
চট্টগ্রামের সিজেপিওয়াই থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেনারবাহী ট্রেনের ইঞ্জিন থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় দুইজন লোকোমাস্টার ও দুইজন সহকারী লোকোমাস্টার মোট চারজনকে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চল থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই চারজনকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন- লোকোমাস্টার লুৎফর রহমান, শাহাদাৎ হোসেন এবং সহকারী লোকোমাস্টার দিদারুল আলম ও জসিম উদ্দিন।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, গত বুধবার চট্টগ্রাম সিজেপিওয়াই বন্দর থেকে সকাল ১০টা ২০ মিনিটে কন্টেনারবাহী একটি ট্রেন ঢাকা কমলাপুর আইসিডির উদ্দেশ্যে যাত্রা করে।
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি আখাউড়া জংশনে পৌঁছালে গোপন তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি বিজিবি।
এ সময় বিজিবি ট্রেনের লোকোমাস্টার এবং সহকারী লোকোমাস্টারদের জিজ্ঞাসাবাদ করলে তারা কেউ এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি। এ সময় লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টাররা একে অপরকে দোষারোপ করতে থাকেন। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হলে রেল কর্তৃপক্ষ এ ঘটনায় দুইজন লোকোমাস্টার ও দুইজন সহকারী লোকোমাস্টারকে বরখাস্ত করে।
এই ব্যাপেের রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. বোরহান উদ্দিন আজাদীকে জানান, আমি ঘটনার জানার পরপরই চারজনকে বরখাস্ত করেছি। দায়ী ব্যক্তিদের শনাক্তে ডিআরএম তদন্ত কমিটি গঠন করেছে।