আন্তর্জাতিক ডেস্কঃ
অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর প্রথমবার পাকিস্তানের পার্লামেন্টে উপস্থিত হয়ে ইমরান খান বলেছেন, সম্মান দিতে পারেন কেবল সৃষ্টিকর্তাই।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার বিকালে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে জাতীয় পরিষদের যখন অধিবেশন চলছে, সেই সময় পার্লামেন্টে উপস্থিত হন ইমরান।
শনিবার যখন তার বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি চলছিল, তখন তিনি পার্লামেন্টে ছিলেন না। তার দলের বেশিরভাগ এমপিও অনুপস্থিত ছিলেন।
শেষ পর্যন্ত ১৭৪-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাস হয়। ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রোববার রাতে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। সোমবার পার্লামেন্টে উপস্থিত সাংবাদিকরা ওই বিপুল জমায়েতের বিষয়ে প্রশ্ন করলে ইমরান বলেন, ইজ্জত তো দিতে পারেন আল্লাহ।
পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটির আগে পিটিআইয়ের এমপিরা এদিন পার্লামেন্ট থেকে গণ পদত্যাগের সিদ্ধান্ত জানান। তবে পরে পদত্যাগ না করে তারা অধিবেশন বয়কট করেন।