চট্টগ্রামঃ
নগরীর কোতোয়ালীর মোড়ে ওয়াসার পাইপের সংযোগ ছিঁড়ে নালা থেকে রাস্তা পানিতে থৈ থৈ করছে। পুরো সড়কটি হাঁটু পানিতে ডুবে যাওয়ায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে।
স্থানীয়রা জানান, গত শনিবার কোতোয়ালী মোড়ে হয়ে পাথরঘাটা সড়কে ওয়াসার সংযোগ লাইন ছিঁড়ে ব্যাপক হারে পানি উঠতে থাকে। গতকাল রোববার সকাল থেকে পুরো সড়ক ভেসে যায়।
দুপুর একটার পর ওয়াসা লাইনের কাজ করে পানি পড়া বন্ধ কারা হয়। এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজাদীকে বলেন, কোতোয়ালীর মোড়ে আমাদের পুরাতন লাইনের সংযোগ ছিঁড়ে গেছে ভাইব্রেশনের কারণে। আমাদের সংযোগের কাছে কাজ চলছিল।
এই কারণে সংযোগ ছিঁড়ে গেছে বলে আমরা ধারনা করছি। ঐ এলাকায় অনেক গ্রাহক থাকায় তাদের পানির সংযোগ বন্ধ হয়ে যাবে এজন্য আস্তে আস্তে বন্ধ করতে হয়েছে।
দুপুরের পর আমাদের লোকজন কাজ করেছেন। এখন বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ মার্চ থেকে কোতোয়ালী মোড়ে ওয়াসার সংযোগ লাইন ফেটে নালা ডুবে রাস্তায় হাটু পর্যন্ত পানি হয়েছে। রাস্তায় পানিতে থৈ থৈ করছে। আজকে (গতকাল রোববার) বেলা ১টা পর্যন্ত ওয়াসার কেউ আসেনি।