প্রেস বিজ্ঞপ্তিঃ
সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হান্নান প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে।
তিনি বলেন, ইতিহাসের সত্য কেউ গোপন করতে পারে না, কারণ ইতিহাস তার সঠিক নিয়মেই চলে। গতকাল শুক্রবার স্টেশন রোডস্থ চৈতন্য গলি নগর বাইশ মহল্লা কমিটির কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নানের সমাধিতে ফলক উন্মোচন ও শ্রদ্ধা নিবেদনকালে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, একেএম সরোয়ার কামাল, বাইশ মহল্লা কমিটির সর্দ্দার মো. ইউসুফ সর্দার, এস এম শওকত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, অধ্যাপক মো. ইসমাইল, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, ওয়াসিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান, চসিক সচিব খালেদ মাহমুদ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, দোকান মালিক সমিতির মো. সাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী ভূইয়া, স্থপতি আবদুল্লাহ আল ওমর প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কমান্ডার মোজাফ্ফর আহমেদ।