চট্টগ্রামঃ
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জাতির পিতার প্রতিটি আন্দোলন সংগ্রাম ছিল বাঙালি জাতির ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার জন্য। ৭ই মার্চের ঊনিশ মিনিট ভাষণের মধ্যমে সমগ্র বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে উদ্ভোদ্ধ করেছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ভাষণের প্রতিটি বাক্য, প্রতিটি লাইন বা বাণী নিয়ে একটি মহাকাব্য হতে পারে। কেউ যদি ন্যায্য কথা বলে, সে যদি একজনও হয়, তার কথা আমরা মেনে নেবো। প্রতিটি লাইন থেকে আমরা শিক্ষা নিতে পারি ন্যায় নীতি কি রকম হতে পারে।
তিনি আরো বলেন, ৭ই মার্চের ভাষণ তৎকালীন সরকারি ক্যামেরা ব্যবহার করে, সরকারি দায়িত্বের অংশ হিসেবে রেকর্ড করেছিলেন এবং সঠিকভাবে সংরক্ষণ করে রেখেছিলেন। পরবর্তীতে সাড়া বিশে^ এটি ছড়িয়ে পড়েছিল। ইউনেস্কোসহ প্রায় ৪২৭ টি রেকর্ডবুকে এটি অন্তর্ভূক্ত হয়েছিল।
সমগ্র বাঙালি বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরার কারণ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভিয়েনার একটি বিশেষজ্ঞ দলের সংগ্রহীত পরিসংখ্যান তুলে ধারেন। ১৯৪৭ সাল থেকে ১৯৬৭ সাল প্রতিটি পরিসংখ্যান দিয়ে পাকিস্তানীরা আমাদের বাধ্য করিছিল রক্তক্ষয়ী সংগ্রামে অংশ নিতে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমানের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে সাবেক নির্বাচন কমিশন মোহাম্মদ আবদুল মোবারাক, বিশেষ অতিথি হিসেবে ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সহকারী কমিশনার শ্যামল কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, এ কে এম সারওয়ার কামাল উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২২ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্তওে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল নয়টায় পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশ সুপার এস এম রশিদুল হক।
পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন, মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই চট্টগ্রাম মেট্রো, পিবিআই চট্টগ্রাম জেলা, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই চট্টগ্রাম জেলা, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম কারাগার, পরিবেশ অধিদফতর, পরিচালক- স্বাস্থ’্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।