বিনোদন ডেস্কঃ
পূর্ণ্য দৈর্ঘ্য চলচ্চিত্র উজান গাঙের নাও এর শুভ মহরত অনুষ্ঠান ৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারী হল রুমে জনপ্রিয় অভিনেতা বরুন সেন দোয়েন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও গীতিকার আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেতা, পরিচালক ও প্রযোজক মহসিন চৌধুরী, চট্টগ্রাম মিডিয়া ফোরাম এর সভাপতি আলী নেওয়াজ, অভিনেতা ও পরিচালক আশরাফুল করিম সৌরভ, সাংবাদিক কবির শাহ দুলাল, শাকিল মুরাদ, পরিচালক মীর সেলিম, কাহিনীকার শারমিন সুলতানা রাসা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভিনেতা রানা খান, মোশাররফ হোসেন ভূঁইয়া পলাশ, প্রযোজক মঞ্জুর মোরশেদ, অভিনেতা বাহার মজুমদার, নায়ক সোহেল খান, অভিনেতা মনির হোসেন রাজু, মেকআপ আর্টিস্ট সেলিম চৌধুরী, পরিচালক এস.এম সরওয়ার, ক্যামেরা পার্সন এম.এ জব্বার, ফয়েজ আহমেদ, অভিনেতা ফেরদৌস অপু, মোহাম্মদ আলী, সংগীত শিল্পী মঞ্জুরুল আলম, এডিটর মফজল মির্জা, অভিনেতা রাজ খান, তারা বানু, আখেরি মিয়া, মান্নান, জুনা, জেরিন।
ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন, শারমিন সুলতানা রাসা, পরিচালনা মীর সেলিম, প্রযোজনা এম.এস ফিল্ম প্রোডকশন। ছবির নায়ক নবাগত সোহেল খান, নায়িকা ইজমা ইসলাম।
আগামী সপ্তাহে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে উজান গাঙের নাও ছবির শুটিং শুরু হবে।