চট্টগ্রামঃ
গত ২৭শে ফেব্রুয়ারি (রবিবার) নগরীর সিএন্ডবি খানকায়ে ইউনুচ দরবার শরীফে ৩ দিনব্যাপী আলহাজ্ব হযরত ইউনুছ ফকির আল মাইজভান্ডারীর ১২তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। উক্ত পবিত্র এই ওরশ শরীফ মাহফিল খতমে কুরআন, খতমে বুখারী শরীফ, খতমে গাউসিয়া শরীফ, ছেমা কাওয়ালী, জিকির শরীফ এবং মিলাদ ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। আখেরী মুনাজাত শেষে আগত সকল ভক্ত ও মেহমানদের তবারুক বিতরণ করা হয়।
উক্ত খতমে বুখারী শরীফের ইমামতি করেন আল্লামা আবুল কাশেম নুরী (মা.জি.আ) এবং ছেমা কাওয়ালীর ইমামতি করেন আলহাজ্ব শামসুল আরেফীন মাইজভান্ডারী।
ওরশে আগত ভক্তবৃন্দরা বলেন, আলহাজ্ব হযরত ইউনুচ ফকির আল মাইজভান্ডারী প্রকৃত দানশীল ও সমাজসেবক হিসেবে দৃষ্টান্ত অনন্য সত্তা। তিনি মসজিদ, মাদরাসা ও মাজার সংরক্ষণের জন্য সার্বক্ষণিক চেষ্টায় অবিচল ব্যক্তি ছিলেন। সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকা অপরিসীম। হযরত শাহ্সুফি পেটন শাহ (রাহ.) হেফজখানা প্রতিষ্ঠা লগ্নে তাঁর ভূমিকা অপরিসীম। আলকরন আহমদিয়া হাশিমিয়া ইসলামিয়া মাদরাসার সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। তিনি একজন বড় মনের দরবারি মানুষ ছিলেন।
পবিত্র ওরশ শরীফের আয়োজক আলহাজ্ব মুছা আলম মাইজভান্ডারীর আওলাদের পক্ষে তাঁহার সু্যোগ্য আওলাদ শাহজাদা ইউছুফ রহমান আল মাইজভান্ডারী ওরশ শরীফে আগত ভক্তপ্রাণ ও সকল আশেকবৃন্দের সার্বিক মঙ্গল কামনা এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।
উক্ত পবিত্র ওরশ শরীফে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ড. মাসুম চৌধুরী, আরজি বাংলা টিভি’র চেয়ারম্যান সাংবাদিক এম ডি এইচ রাজু, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এম. নুরুল হুদা চৌধুরী, আওয়ামিলীগের নেতা এটিএম. সেলিম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মুহাম্মদ শাহাদাত হোসাইন, মিসেস নুরজাহান আতকার নূরা সহ সর্বস্তরের দরবারি ভক্তবৃন্দরা।