চট্টগ্রামঃ
পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় দু’পক্ষের সংঘর্ষে হায়দার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কালুরঘাট রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে রেললাইন এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে নাকি একপক্ষের এক লোককে মারধর করা হয়েছিল।
এ ঘটনার জেরে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে হায়দার নিহত হয়েছেন।