এম ডি এইচ রাজু, চট্টগ্রামঃ
চট্টগ্রামের হালিশহর দরবার শরীফের অন্যতম খলিফা,চুন্নাপাড়া মনিরুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা র সাবেক অধ্যক্ষ, পীের কামেল, ওস্তাজুল ওলামা, হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা শাহ্সূফি আহমদ হাসান (রহঃ) র (প্রকাশ বড় হুজুর কেবলার) ১১তম বার্ষিক ফাতেহা শরীফ ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়
গতকাল ২৫ (ফেব্রুয়ারী) শুক্রবার, আনোয়ারা উপজেলার উওর পরুয়া পাড়া, মাজার প্রাঙ্গণে খতমে কুরআন, মিলাদ মাহ্ফিল, কেয়াম, জিকির শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন সভাপতি বড় শাহাজাদা মাওলানা সালেহ আহমদ।
অনুষ্ঠান উদ্ভোধন করেন, শাহাজাদা মাওলানা নুরুচ্ছফা।
তাকরীর করেন, অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আল- কাদেরী,অধ্যক্ষ আল্লামা আহমদ হোসেন আল-কাদেরী,অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাসেমী,মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী,মাওলানা এনাম রেজা কাদেরী,মাওলানা মনির আহমদ আনোয়ারী, মাওলানা ইলিয়াস আজম নুরী,চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, মাষ্টার আবুল হোসাইন,মাওলানা বদিউর রহমান সিরাজী, মুহাম্মদ কামরুল ইসলাম, এইচ এম আদুল মান্নান, আবদুল হক চৌধুরী টিপু,মাওলানা মুহাম্মদ ইসহাক প্রমূখ।
মাহ্ফিল পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ মুনিরুল ইসলাম। আখেরী মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।