২০২২ সালের মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইড করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী মাস থেকেই বিমানে অনলাইন টিকেটিং, রিজার্ভেশন, চেকিং সবকিছু অনলাইনে হবে। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই আনন্দদায়ক খবর। আন্তর্জাতিকভাবে পৃথিবীর সবদেশে এই ব্যবস্থা রয়েছে। আমরা এক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিমানকে ১ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছিলাম যাতে করে তারা তাদের যেখানে যত ঋণ আছে সহজে তা মেটাতে পারে। সে ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। প্রণোদনা যথাযথভাবে ব্যবহার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে চলছে। করোনা মহামারীর মধ্যেও এ কাজ বন্ধ হয়নি। কাজ অব্যাহত আছে।
এসময় তিনি আরো বলেন, টার্মিনালটা হয়ে গেলে বিমানের দক্ষতা আরও বাড়বে। উন্নত প্রযুক্তির রাডার সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে বিমানের পাশাপাশি, আমাদের দেশের আকাশসীমা দিয়ে অন্য দেশের যত উড়োজাহাজই যাক সকলের জন্যই এটা সুবিধাজনক হবে।