চট্টগ্রামঃ
নগরীর পাঁচলাইশে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ইয়াসমিন চৌধুরী শামীম (২০) নামে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় এশিয়ান হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ইয়াসমিন সাতকানিয়ার দেওদীঘির এওচিয়া গ্রামের আইয়ুব আলী চৌধুরীর মেয়ে। সে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, ‘বিকেলে এশিয়ান হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় ইসয়াসমিন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, সে গত চার বছর যাবত সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন।