হাটহাজারী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে গতকাল শনিবার দক্ষিণ মাদার্শা বড়ুয়া পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেছেন সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। পরে তিনি হালদা প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
প্রধান অতিথি বলেন নদীর প্রাণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে সরকার আপোষহীন। তিনি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মান উন্নয়নের মাধ্যমে কার্প জাতীয় মাছের নিরাপদ বিচরন নিশ্চিতকরণ ও ডলফিনের আবাসস্থল সংরক্ষণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন শাহ, আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম, দক্ষিণ মার্দাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার চৌধুরী, উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান শাহেদুল আলম, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল আলম, নাজিম উদ্দীন মিয়াজী, আলী আক্কাস প্রমুখ।