প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাদেকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিপিবি চট্টগ্রাম ও দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল শনিবার সিনেমা প্যালেস চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কানাই লাল দাশ, মোহাম্মদ জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, শওকত আলী, প্রদীপ ভট্টাচার্য, রবিউল হোসেন, মাহবুবা জাহান রুমি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কমরেড মিহির ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।