আন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যে ৭০০ কোটি ডলার যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে, দুর্দশায় পড়া আফগান জনগণের কথা বিবেচনা করে তার অর্ধেক ছেড়ে দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন, বলেছে হোয়াইট হাউস।
জব্দকৃত অর্থের বাকিটুকু তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত্র মামলার সম্ভাব্য ক্ষতিপূরণ হিসেবে রাখা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে তারা।
আফগানিস্তানের অর্থনীতি ধসে পড়ার হুমকির মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলে জব্দকৃত আফগান সম্পদ নিয়ে জটিলতা অবসানের প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে।
তালেবান গত বছরের অগাস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দিন দিন দেশটির অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের ও একাধিক মার্কিন আইনপ্রণেতা তাগিদের মধ্যে জব্দকৃত অর্থ নিয়ে কী করা হবে তা নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ।
শুক্রবার এ বিষয়ে ফেডারেল এক বিচারকের কাছে পরিকল্পনা জমা দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের।
মার্কিন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আফগান জনগণের জন্য জব্দ তহবিলের সাড়ে তিনশ কোটি ডলার ছাড় নিশ্চিতে কাজ করছেন তারা। গত দুই দশক ধরে আফগানিস্তানকে দেওয়া বিভিন্ন সাহায্য থেকেই মূলত তহবিলটি গড়ে উঠেছে।