ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের শতবর্ষী পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে তিনি বলেছেন, ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি, যাতে বাংলাদেশের এই অগ্রযাত্রা কখনও কেউ ব্যাহত করতে না পারে।
সফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব।
প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, আমাদের শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি।
সরকার প্রধান বলেন, ডেল্টা প্ল্যান ২১০০, এই বদ্বীপ অঞ্চল জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যাতে রক্ষা পায় এবং এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে সেই পরিকল্পনাও আমি দিয়ে গেলাম ২১০০ সাল পর্যন্ত। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা উদ্যোগ ও ভবিষ্যত পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন।
তিনি বলেন, মুজিববর্ষ এবং স্বাধীনতা সুবর্ণজয়ন্তী আমরা যখন উদযাপন করছি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। ভূমিহীন থাকবে না। কাজেই সেই ভূমিহীন মানুষের জন্য আমরা ঘর করে দিচ্ছি, তাদের জমি করে দিচ্ছি। পাশাপাশি প্রতিটি ঘরে আলো জ্বালব, এই ঘোষণা দিয়েছিলাম। আজকে তা বাস্তবায়ন হয়েছে। আজকে আমরা বিদ্যুৎ প্রায় প্রতি ঘরে পৌছে দিতে সক্ষম হয়েছি।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। কাজেই সকলে সম্মিলিতভাবে কাজ করবেন। সেটাই আমি আশা করি। অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সফিপুররে আনসার ভিডিপি একাডেমিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।