প্রেস বিজ্ঞপ্তিঃ
পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে থিয়েটার ইনস্টিটিউট সদারঙ্গের রজতজয়ন্তী উপলক্ষে পঞ্চবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন গতকাল শনিবার শেষ হয়েছে। এবারের রজতজয়ন্তী উচ্চাঙ্গ সংগীত সম্মেলনে দেশের প্রায় শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন।
স্মৃতিচারণপর্বে বক্তব্য দেন, সদারঙ্গের প্রতিষ্ঠাতা পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী, সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রফেসর ড. সহিদ উল্লাহ, শিল্পী দোলন কানুনগো ও শিল্পী রুচিরা বড়ুয়া।
সান্ধ্যকালীন উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের সূচনা হয় সন্ধ্যায় ভায়েলিনিস্ট’স, চট্টগ্রামের শিল্পীদের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে। পরিচালনায় ছিলেন শিল্পী প্রিয়তোষ বড়ুয়া। এরপর মারুবেহাগ খেয়াল পরিবেশন করেন উস্তাদ রাখাল নন্দী।
পরে তিনি একটি ঠুমরী পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন সানি দে। হারমোনিয়ামে ছিলেন নরেন চক্রবর্ত্তী। তানপুরায় ছিলেন প্রমিত বড়ুয়া।
সবশেষে ছিল উস্তাদ মো. মুনিরুজ্জামানের বংশী পরিবেশনা। তবলায় ছিলেন ইফতেখার আলম। পাখোয়াজে ছিলেন সুষেণ কুমার রায়। তানপুরাতে ছিলেন পাপিয়া ভট্টাচার্য এবং তিথিনু মারমা।