প্রেস বিজ্ঞপ্তিঃ
হাটহাজারী উপজেলার পশ্চিম মেখল নিগমানন্দ সারস্বত সংঘের উদ্যোগে ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী প্রবর্ত্তিত ৪২তম চট্টগ্রাম বিভাগীয় ভক্ত সম্মিলনী উপলক্ষে গতকাল বুধবার বিকালে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন গুরুধাম কুতুবপুর মেহেরপুর সম্পাদক স্বামী অলর্কানন্দ সরস্বতী মহারাজ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম মেখল নিগমানন্দ সারস্বত সংঘের সভাপতি স্বপন কুমার আচার্য্য, সাধারণ সম্পাদক মুন্সী বিজয় কুমার বণিক, সিনিয়র সহ-সভাপতি অরুণ কুমার চৌধুরী, শ্যামল চৌধুরী, হরিরঞ্জন বণিক, হারাধন চৌধুরী, অধীর বণিক, অর্থ সম্পাদক লিটন চৌধুরী, প্রকাশ চৌধুরী, মিন্টু চৌধুরী, নারায়ণ চৌধুরী, রুদ্র আচার্য্য, জিসান বণিক, বিরাজ চৌধুরী, নিখিল চৌধুরী প্রমুখ।