চট্টগ্রামঃ
চান্দগাঁও এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গতকাল বুধবার অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ ও সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন এবং টিআই (প্রশাসন) মো. সেলিমুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
এ সময় উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ।
গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। তাই এই শীতে তাদের মাঝে উষ্ণতা ছড়াতে আমাদের এই প্রয়াস।