প্রেস বিজ্ঞপ্তিঃ
ব্যাংকিং সেবায় দেশের প্রথম ইনোভেশন সেন্টারের উদ্বোধন করলো এনসিসি ব্যাংক। মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার ইনোভেশন সেন্টারটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান সহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সাথে ডিজিটাল অনবোর্ডিং সেবার অংশ হিসেবে ‘সঞ্চয়ী’ সেবা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়, যার মাধ্যমে গ্রাহকরা অতি সহজেই দ্রুত ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবাগুলো দ্রুত গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইনোভেশন সেন্টার একটি কার্যকরী ধারণা যা পৃথিবীর অনেক উন্নত দেশে পরিলক্ষিত হয়।
এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে ও নিরাপদে সর্বোত্তম এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট অঙ্গীকারাবদ্ধ।