আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলার উত্তর ইছাখালীর শীলপাড়ায় সার্বজনীন মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় মহা সম্মেলন সংগঠনের সভাপতি শ্রী অশোক কুমার শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুশান্ত শীলের উপস্থাপনায় মহোৎসব অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২৯ জানুয়ারি) শীতলা মায়ের স্মরণে( ২ দিন ব্যাপী) ইছাখালী শীলপাড়া সার্বজনীন জ উদযাপন পরিষদের উদ্যোগে সার্বজনীন মহতী ধর্মীয় মহাসম্মেলন, অধিবাস কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, আর,কে দাশ (রুপু) সভাপতি, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।
প্রধান আলোচক ছিলেন, শ্রী সুগ্রীব মজুমদার (দোলন),সাংবাদিক সুজিত কুমার দাস, ডিজিএম দৈনিক সমকাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান কলিম উদ্দীন, অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্ত্তী,শ্রী অপূর্ব মনোহর দাশ ব্রাহ্মচারী,শ্রী অজিত কুমার শীল,শ্রী উত্তম চক্রবর্তী, পন্ডিত প্রবর ডাঃ সরোজ কাম্তি চক্রবর্তী, শ্রী অবিকল দাশগুপ্ত শ্রী নিউটন সরকার, আবু মুহাম্মদ ফয়েজ, শ্রী বিকাশ সুশীল,শ্রী উত্তম শীল, শ্রী অশোক কুমার শীল, চাঁনহরি মন্ডল ভগবতী, এড.সুমন শীল প্রমূখ।