প্রেস বিজ্ঞপ্তিঃ
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘প্রফেশনাল স্কিলস্ ডেভলেপমেন্ট ফর একাউন্টিং এন্ড ফিন্যান্স গ্র্যাজুয়েটস’ শীর্ষক সেমিনার বিভাগের চেয়ারম্যান ড. মো. সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। কী নোট স্পীকার ছিলেন হিরদারামানি বাংলাদেশের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার রাসেল বড়ুয়া।
স্পীকার ছিলেন চ বি হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়ার সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক গোলাম শাহরিয়ার।
প্রধান অতিথি বলেন, শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্টের পাশাপাশি কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চাই দক্ষতা। একটি দেশের জনগণ শুধু শিক্ষিত হলে সে দেশের সামগ্রিক উন্নয়ন হবে না, বরং সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য চাই দক্ষ মানবসম্পদ। দক্ষ মানবসম্পদই করতে পারে সে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন।
তিনি নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। কী নোট স্পীকার রাসেল বড়ুয়া বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে বা প্রতিষ্ঠানে হিসাব বিভাগ তার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
তাছাড়া বিশ্বায়নের এই যুগে শিক্ষা পদ্ধতি হতে হবে উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী। তাই সেই চাহিদা পূরনে নিজেকে প্রতিযোগিতাশীল কর্মক্ষেত্রে একজন দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরী করতে হবে।