চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর বাহুলী পাড়ায় ভয়াবহ আগুনে পুড়েছে ৩ ভাইয়ের বসতঘর। রবিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।স্থানীয়ভাবে জানা যায়, আজ রবিবার দুপুর ১২টার দিকে পুড়ে যাওয়া যেকোনো একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
এসময় আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পর পর ৩ ভাইয়ের বসতঘর গ্রাস করে নেয়।খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে পুড়ে যাওয়া বসতঘরের মালিকরা হলেন মো. মহসিন, মো. আবু তাহের এবং মো. নুরুল ইসলাম।আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা শীতের মধ্যে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান বলেন, “দুপুর ১২টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ১ ঘন্টা ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
এ অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং আরো ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।