প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম পটিয়া উপজেলার “মনসা স্কুল এন্ড কলেজ” মিলনায়তনে মরহুম মোহাম্মদ নাজিম উদ্দীন মাস্টারের পরিবারের উদ্যোগে মিজবাহ উদ্দিন আহমেদ ইশতিয়াক (তানিন) এর পৃষ্ঠপোষকতায় এবং সাততেতৈয়া যুবসমাজের ব্যবস্থাপনায় মো: নাজিম উদ্দীন মাস্টার স্মৃতি বৃত্তি এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’২২, গতকাল ৮ জানুয়ারি(শনিবার ) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মনসা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ নুরুল আলম ফারুকী বলেন,”প্রত্যেক শিক্ষার্থীকে শুধু পাশ করার জন্য পড়লে হবে না; নিজের পরিবার, সমাজ ও দেশের কাজে আসবে এমন দক্ষ মানব সম্পদ উন্নয়নে পড়তে হবে এবং সেই সাথে নৈতিক চরিত্র উন্নয়নে মনুষ্যত্ব বোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে।
একটি পরিবার একটি বিদ্যালয়ের সমতুল্য, তাই ছাত্রদের শিক্ষা ও চরিত্র গঠনে পরিবার অবদান রাখে; সুতরাং বাবা-মা’কে দিনের কাজ শেষে সন্তানকে সময় দিতে হবে, বিশেষ করে একজন মা’ই পারে সন্তানের শক্ত ভিত তৈরি করতে”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম , সমাজসেবক খোরশেদ আলম, সাততেতৈয়ার নবনির্বাচিত মেম্বার মো: আকবর।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন- “পটিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান মনসা স্কুল এন্ড কলেজ। স্কুলের শিক্ষকদের প্রাণপণ চেষ্টা এবং আন্তরিকতার সাথে দানশীল ব্যক্তিরা শিক্ষায় ভূমিকা রাখলে অচিরেই শিক্ষার হার বাড়বে এবং দেশ উন্নত হবে”।
এ বছর ১৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় এবং এস. এস. সি পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মুহাম্মদ আফফান মাহমুদ রোমান, তাসনিয়া কাইসার, মাসতুর আঞ্জুম’কে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক-২০২২ প্রদান করা হয়।
অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নাসির উদ্দীন মাস্টার।
সঞ্চালনা করেন ছিলেন, আরমান আজাদ।
সভাপতি আয়োজক এবং অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন, মোবারক আহমদ তপু, সাইফুল ইসলাম মাসুদ, মোহাম্মদ আমান, মোহাম্মদ আসলাম নয়ন, শহীদুল ইসলাম, রেজাউল কবির, ওয়াহিদুল ইসলাম সজীব, নোমান উদ্দিন, ইয়াছির ফরহাদ তানভীর প্রমূখ।