বিনোদন ডেস্কঃ
মা-বাবা হচ্ছেন তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার সন্ধ্যায় তিশার ‘বেবি বাম্পের’ ছবি ফেইসবুকে পোস্ট করে এ খবর দেন ‘টেলিভিশন’ নির্মাতা ফারুকী।
পরে নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে খবরটি জানিয়ে সবার দোয়া চেয়েছেন হবু মা তিশা।
তিশা লিখেছেন, আমি ও ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
দেড় মাসের মধ্যে নতুন অতিথির আগমন ঘটছে। নতুন বছরে নতুন পরিচয় পাচ্ছেন তিশা-ফারুকী। ২০১০ সালে ১৬ জুলাই সংসার জীবন শুরু করেন তারা। ‘টেলিভিশন’, ‘ডুব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এ তারকা জুটি।
চলতি বছরে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’; সিরিজটির প্রযোজনা করেছেন তিশা।