স্পোর্টস ডেস্কঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত দুই দিনব্যাপী চিটাগাং চেম্বার কাপ কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল।
বিকেলে সিআরবি শিরীষ তলায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ যথাক্রমে এ. কে. এম. আকতার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, নাজমুল করিম চৌধুরী শারুন, এস. এম. তাসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, মো. জহুরুল আলম ও মাহফুজুল হক শাহ, সরকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী দলগুলোর নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩.৩০ টায় সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।