চট্টগ্রামের সময় ডেস্কঃ
করোনার প্রকোপে দুই বছরে ধরে যেন প্রাণহীন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। নিয়মিত নেই শুটিং, চোখে পড়ে না তেমন কোনো আয়োজনও। তাই চলচ্চিত্রের মানুষদের আনাগোনাও নেই বললেই চলে।
গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) বিএফডিসি প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।
পরিচালকদের এ আয়োজনকে কেন্দ্র করে উৎসব আমেজ ছিলো এফডিসি। হাজির হয়েছিলেন নানা প্রজন্মের অনেক পরিচালক। এসেছেন অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন ‘রূপবান’খ্যাত অভিনেত্রী সুজাতা, নায়িকা অঞ্জনা, অভিনেতা আলমগীরসহ অনেকেই।
চলচ্চিত্রের নানা অঙ্গনের মানুষদের আনাগোনায় চারদিকে ছিলো হইচই, আনন্দের মেলা । আয়োজনে ছিল পতাকা উত্তোলন, কেক কাটা, স্থিরচিত্র প্রদর্শনী, সম্মাননা প্রদান। আর বিকেল থেকে চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।