কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছধরা ট্রলার থেকে ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজার হতে ৭ জন জেলে নিয়ে এফভি মায়ের দোয়া সালমা নামের একটি বোট গত ২১ ডিসেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। কিন্তু গত ২৬ ডিসেম্বর রাত ১০টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে মাছ ধরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় বোটটির মাঝিমাল্লারা জোয়ার-ভাটার মর্জির ওপর সাগরে ভাসতে থাকে।
গত সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে বোটের মাঝিরা কক্সবাজার কোস্ট গার্ড-এর সাহায্য চায়। কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার থেকে একটি উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে এবং ফিশিং বোটটিসহ বিপন্ন ৭ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি জানান, উদ্ধারকৃত জেলেদের বিসিজি স্টেশন কক্সবাজারে নিয়ে আসার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া ও খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তীতে জেলে ও বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।