প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন।
একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রফেসর অমল ভূষণ নাগ, প্রফেসর ড. মোহীত উল আলম, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর সোহেল এম. শাকুর এবং চ বি পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিহির কুমার রায় ও চবি সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এস. এম. মনিরুল হাসান।
উপস্থিত ছিলেন রেজিস্ট্রার খুরশিদুর রহমান, সহযোগী অধ্যাপক এম. মঈনুল হক, সহযোগী অধ্যাপক ইফতেখার মনির, সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান।
সভার সঙ্গে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেমন্ড আরেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
সভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে ভবিষ্যত একাডেমিক পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। বিগত ৬ অক্টোবর ২০২১ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
১ জুন ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত প্রকাশিত বিভিন্ন বিভাগের ফলাফল উপস্থাপন ও অনুমোদন করা হয়। প্রতিটি প্রোগ্রামের আউটকাম-বেইসড কারিকুলাম অনুসরণে সিলেবাস প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরণের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।