প্রেস বিজ্ঞপ্তিঃ
আন্তঃজিলা বাস মালিক সমিতি এবং বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সংগঠনের ৮ জন পঙ্গুত্ব ও বার্ধক্যজনিত শ্রমিক, ২২জন মৃত শ্রমিক পরিবার এবং বিদায়ী শ্রমিকদের ২৮ লাখ ২০ হাজার টাকা এককালীন সহায়তা প্রদান গত ২৫ ডিসেম্বর সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তঃজিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী।
ইকবাল হোসেন চৌধুরী, ছাইদুল হক মাস্টার ও আবুল কাশেমের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ মুছা, মৃনাল চৌধুরী, আবুল বশর চৌধুরী আহমদ হোসেন ফারুক, শাহ নেওয়াজ, নাজিম উদ্দিন, আজম চৌধুরী, আব্দুল জলিল, ইব্রাহিম খলিল, মুসলিম ইসলাম, শামশুল ইসলাম, আবু তাহের, ছাইদুল হক মাস্টার, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী, আবুল কাশেম, নুরুল আলম, শহিদুল উল্ল্যাহ, ইউনুস প্রমুখ।