কক্সবাজার প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে এসে এক গৃহবধূর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, ধর্ষণের শিকার নারীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ব্যাপারে গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ওই নারীর স্বামী মামুন মিয়া বাদী হয়ে কক্সবাজার সদর থানায় সাতজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু করেছেন।
মামলার আসামীরা হলো কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আবদুল করিমের ছেলে আরিফুল ইসলাম আশিক, মোহাম্মদ শফির ছেলে আব্দুল জব্বার জয়, বাবু ও রিয়াজউদ্দিন ছোটন সহ অজ্ঞাতনামা আরো তিনজন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান বলেন, “কীভাবে শত শত পর্যটকের সামনে একটি জনবহুল এলাকা থেকে একজন নারী পর্যটককে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, তার প্রকৃত রহস্য উদঘাটনে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি র্যাব ও থানা পুলিশ যৌথভাবে তদন্তে নেমেছে।”
এদিকে অভিযুক্তরা স্থানীয়দের কাছে বখাটে যুবক হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে। আশিক মাত্র চার মাস আগে জেল থেকে ছাড়া পায়।