আন্তর্জাতিক ডেস্কঃ
অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং ব্যবহারের অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তার রায় ঘোষণা ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত।
সোমবার আদালতের কার্যক্রম সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক র্কর্মকর্তা একথা জানিয়েছেন। আদালত কোনও কারণ ব্যাখ্যা না করেই রায় ঘোষণা পিছিয়ে দিয়েছে বলে জানান তিনি।
ওয়াকিটকির মামলায় দোষী সাব্যস্ত হলে একবছরের জেল এবং সর্বোচ্চ তিন বছরের সাজার মুখোমুখি হতে পারেন সু চি। মিয়ানমারের রাজধানী নিপিধোয় জান্তার একটি বিশেষ আদালতে সু চির রুদ্ধদ্বার বিচার হচ্ছে।
সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়া এবং করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় এর আগে এ মাসের শুরুতেই সু চি চার বছর কারাদণ্ড হয়।