চট্টগ্রামঃ
চট্টগ্রাম কাস্টমসে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ঠেকাতে সরকার ২০২০-২০২১ অর্থবছর থেকে মোট শুল্ক ফাঁকির দ্বিগুণ জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়। দ্বিগুণ জরিমানার পরও এক শ্রেণীর অসাধু আমদানিকারক মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি অব্যাহত রাখেন।
অভিযোগ রয়েছে, অসাধু আমদানিকারকরা কিছু সংখ্যক কাস্টমস কর্মকর্তার সাথে যোগসাজশ করে মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য খালাস করে নিয়ে যান। এক্ষেত্রে যা আটক হয়, তা মোট মিথ্যা ঘোষণায় আসা চালানের অর্ধেকও না।
তবে কাস্টমস কর্মকর্তারা বলছেন, আমদানি নিষিদ্ধ বা শর্তযুক্ত পণ্য খালাসে সহযোগিতার চেষ্টা, ঘোষণা বহির্ভূত পণ্য খালাসের চেষ্টা এবং বিভিন্ন জাল জালিয়াতির দায়ে কাস্টমস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে লাইসেন্স বাতিল, ফৌজদারি মামলা ও জরিমানা করছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ১১ ও ১৪ ডিসেম্বর এ রকম দুটি শুল্ক ফাঁকির ঘটনা উদঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখার কর্মকর্তারা। ১৪ ডিসেম্বর আন্দরকিল্লা জিএ ভবনের প্রতিষ্ঠান বাপ্পু এন্টারপ্রাইজ ২০ ফুট কন্টেনারে ২৪৬ প্যাকেটে ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার পিস নিম্নস্তরের ১০ শলাকাবিশিষ্ট সিগারেটের প্যাকেটের নকল ব্যান্ডরোল এনে ১৪৩ কোটি টাকা পর্যন্ত রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে।
১১ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা পৌরসভার পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ড সুবিধায় শতভাগ পলিস্টার সুতা ঘোষণায় প্রায় ১০ টন কেমিক্যাল নিয়ে আসে। চালানে ঘোষণা অনুযায়ী ২৫ টন সুতার মূল্য ছিল ৩৫ লাখ ৬৪ হাজার ৯৭১ টাকা। চালানটি খালাসে ৬ ডিসেম্বর আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট নগরীর চৌমুহনী হালিশহর রোডের রাসেল গার্মেন্টস কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে।
কিন্তু গোপন সংবাদ থাকায় ৯ ডিসেম্বর চালানটির শতভাগ কায়িক পরীক্ষার করে কাস্টমস। এতে কন্টেনারে সুতার পরিবর্তে ২৪৭ বস্তায় ৯ দশমিক ৮৬ টন কেমিক্যাল পাওয়া যায়।
জরিমানা বাড়ানোর পরও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, জরিমানা বাড়ানোর কারণে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির হার আগের চেয়ে কমেছে।
তারপরও কিছু কিছু অসাধু আমদানিকারক মিথ্যা ঘোষণায় আমদানি অব্যাহত রেখেছেন। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে যাদের সংশ্লিষ্টতা পাচ্ছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।