আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের আইনসভা নির্বাচনে ঢালাওভাবে জয় পেয়েছে চীনপন্থিরা। এতে হংকংয়ে গণতন্ত্র ভুলুণ্ঠিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব।
তবে চীন তা উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করেছে। বিবিসি জানায়, গত রবিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে আইনসভার ৯০% এর বেশি আসন চলে গেছে চীনপন্থিদের দখলে অর্থাৎ, ৯০ আসনের ৮২ টিই জিতে নিয়েছেন চীনপন্থি প্রার্থীরা।
চীন-বিরোধী প্রার্থী নির্বাচিত হয়েছেন মাত্র একজন। বাকিদের রাজনৈতিক পটভূমি জানা যায়নি। তাছাড়া, কয়েকদশকের মধ্যে নির্বাচনে সবচেয়ে কম ভোটার উপস্থিতিরও রেকর্ড হয়েছে। হংকংয়ের ৪৫ লাখ ভোটারের মধ্যে মাত্র ৩০.২ শতাংশ ভোটার ভোট দিয়েছে।
২০১৬ সালের হংকং নির্বাচনে ভোটারদের যে উপস্থিতি ছিল তার তুলনায় এই হার প্রায় অর্ধেক। সেবার বেশি আসনে জয়লাভ করেছিল গণতন্ত্রপন্থিরা। আর এবার উল্টে গেছে সেই চিত্র। চীনের ভাষ্য, হংকংয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে এই সমস্ত আইন কানুন প্রয়োজন।
কিন্তু সমালোচকরা বলছেন, এতে হংকংয়ে গণতন্ত্র দূর্বল হয়ে পড়ছে। সোমবার এক বিবৃতিতে চীন হংকংয়ের বৈশিষ্ট্যমন্ডিত গণতন্ত্রের রূপরেখা দিয়েছে।