চট্টগ্রামঃ
চট্টগ্রাম প্রেস ক্লাব সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার পরিসমাপ্তি ঘটেছে। গতকাল মঙ্গলবার ব্যাডমিন্টন ইভেন্টের মাধ্যমে মাসব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। এদিন রাইফেল ক্লাবে ব্যাডমিন্টন ইভেন্টের দুটি ক্যাটাগরীর ফাইনাল অনুষ্ঠিত হয়।
মিশ্র দ্বৈতের ফাইনালে দেবাশীষ বড়ুয়া দেবু সহধর্মিণী মনিকা বড়ুয়া রাধাকে জুটি করে ফাইনালে সাইফুল্লাহ চৌধুরী ও তার সহধর্মিণী মাহমুদা ফেরদৌস জুটিকে সরাসরি সেটে হারিয়ে দেন। এর আগে দেবাশীষ বড়ুয়া দেবু ৫০ উর্ধ্ব বিভাগের একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হন।
একইভাবে পুরুষ একক ও ৪০ উর্ধ্ব দ্বৈতের চ্যাম্পিয়ন শাহনেওয়াজ রিটন গতকাল পুরুষ দ্বৈতের ফাইনালে আলিউর রহমানকে জুটি করে ২-০ সেটে সুমন গোস্বামী ও অনুপম শীল জুটিকে হারিয়ে দেন। ব্যাডমিন্টনে দেবাশীষ বড়ুয়া দেবু ও শাহনেওয়াজ রিটন দুজনেই ট্রিপল ক্রাউন লাভ করেন।
আগামীকাল ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্পন্সর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো.রুহুল আমিন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এবারের চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিযোগিতায় ৩১টি ইভেন্টে প্রায় ৩ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।