চট্টগ্রামঃ
চিটাগাং ক্লাব লিমিটেডের ১৪২তম বার্ষিক সাধারণ সভা ও ২০২১-২০২২ এর কার্যকরী কমিটির নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাদের খান।
গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ৩৯৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। নির্বাচনে কার্যকরী কমিটির ৯ জন সদস্য যথাক্রমে জাবেদ হাসেম নান্নু (৮০৬ ভোট), ডা. ফাহিম হাসান রেজা (৭৬৪ ভোট), অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী (৭৫৪ ভোট), মো. আজীজুল হাকীম (৭২৫ ভোট), মাহাবুবুল কবির খান শান্তুনু (৬৮৮ ভোট), সালাউদ্দিন আহমেদ (৬৭৫ ভোট), মো. জাহিদ সুলতান টিপু (৬২৬ ভোট), সৈয়দ আরশাদুল হক (৬০৪ ভোট) এবং এস এম শফিউল আজম (৫৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন। চিটাগাং ক্লাবের সর্বমোট ১৭৪৭ জন ভোটারের মধ্যে ৮৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ২৯টি ভোট বাতিল হয়। ভোট পড়েছে ৫০.৬৬ শতাংশ।
গতকাল সকাল ১১টা থেকে ক্লাবের এজিএম শুরু হয়। এর পরপরই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণ। বেলা দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
এজিএম এর শুরুতে গত এক বছরে ক্লাবের ২৪ জন প্রয়াত সদস্যের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নাদের খান।
এসময় বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু এবং নির্বাহী কমিটির সদস্য জাবেদ হাসেম নান্নু, ইমতিয়াজ হাবিব রনি, সৈয়দ আহসানুল হক শামিম, রুমানা হায়াত, মাহাবুবুল কবির খান শান্তুনু, আলী আহসান সেলিম, মো. আজিজুল হাকীম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি এবং মঞ্জুরুল আলম পারভেজ উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে ক্লাবের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন মোসলেম উদ্দিন ও রফিকুল করিম।