চট্টগ্রামঃ
দুই বাংলার জনপ্রিয় কবি গোলাম মাওলা জসিমের ছড়ার বই ‘সানাটু’র দ্বিতীয় খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিতব্য টেলিফিল্ম ‘পুনশ্চ’ এর শ্যুটিং স্পটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক ও নির্দেশক অরিন্দম মুখার্জি বিংকু।
আবৃত্তি শিল্পী সাংবাদিক আশিক আরেফিনের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন অভিনেতা শাহিনুর সরোয়ার, নাদিরা সুলতানা হেলেন দেবাশীষ চৌধুরী শামীম আহমেদ, মীনা তৃষানা প্রমুখ।
মোড়ক উন্মোচন শেষে আয়োজন প্রধান অতিথি অরিন্দম মুখার্জি বিংকু বলেন,‘সানাটু’ দ্বিতীয় খন্ড শিশুদের জন্য খুবই ভাল একটি ছড়ার বই।জীবন গড়ার ছড়া শিখতে বইটি ছোট্টসোনামনিদের নিঃসন্দেহে প্রশংসনীয়।
বইটির লেখক কবি গোলাম মাওলা জসিম বলেন, ‘বইটিতে শিশুদের জন্য সমসাময়িক বিষয় নিয়ে ছড়া লিখেছি। শিশুদের হাতে বই দিতে হবে। তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে না পারলে ভবিষ্যত প্রজন্ম বই বিমুখ হয়ে যাবে। প্রতি ঘরে যেন একটি বুক সেলফ থাকে।’