আন্তর্জাতিক ডেস্কঃ
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রাক উল্টে অন্তত ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে, যাদের অধিকাংশই এসেছিলেন মধ্য আমেরিকা থেকে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টায় ছিলেন তারা।
স্থানীয় সিভিল ডিফেন্সের প্রধান লুইস ম্যানুয়েল গার্সিয়ার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, চিয়াপাস প্রদেশের তুহঙতলাহ গুতিয়েরেজ শহরের কাছে সড়কের একটি বাঁক ঘোরার সময় ট্রেইলার ট্রাকটি উল্টে যায় এবং একটি ফুটব্রিজের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উল্টে থাকা ট্রাকটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের দেহ। পাশেই কিছু লাশ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ওই ট্রাকে একশর বেশি আরোহী ছিলেন। তাদের মধ্যে ৫৩ জনের নাম এসেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিসের মৃতের তালিকায়।
আরও অন্তত ৫৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সিভিল ডিফেন্স প্রধান লুইস ম্যানুয়েল গার্সিয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের অধিকাংশের বাড়ি হন্ডুরাসে।
যেখানে এ দুর্ঘটনা ঘটেছে, সেই চিয়াপাসের সঙ্গেই প্রতিবেশী দেশ গুয়াতেমালার সীমান্ত। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে মানব পাচারের একটি প্রধান রুট ওই সীমান্ত।