আনোয়ারা প্রতনিধিঃ
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বৈরাগ ও বারখাইন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
১নং বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনীত একমাত্র প্রার্থী নোয়াব আলী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। ইউপি সদস্য পদে প্রার্থী ৪৪ জন। সংরক্ষিত মহিলা পদে প্রার্থী ১১ জন।
২নং বারশত ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এর মধ্যে নৌকা মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম শাহ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক, সতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম ও সমিরন বাবু। ইউপি সদস্য পদে প্রার্থী ৪৩ জন। সংরক্ষিত মহিলা পদে প্রার্থী ১০ জন।
৩নং রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। এরমধ্যে নৌকা মনোনীত প্রার্থী জানে আলম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমিন শরীফ, সতন্ত্র প্রার্থী সালামত উল্লাহ চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, হাফেজ আবুল কাসেম ও ফরিদ উদ্দীন। ইউপি সদস্য পদে প্রার্থী ৩৯ জন। সংরক্ষিত মহিলা পদে প্রার্থী ১০ জন।
৪নং বটতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। নৌকা মনোনীত প্রার্থী এম এ মান্নান। সতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দীন আহমেদ চৌধুরী। ইউপি সদস্য প্রার্থী ৪৯ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৯ জন।
৫নং বরুমছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। নৌকা মনোনীত প্রার্থী শামসুল হক চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন ও সতন্ত্র প্রার্থী আবুল বশর। ইউপি সদস্য প্রার্থী ৩৮ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৭ জন।
৬নং বারখাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনীত একমাত্র প্রার্থী হাসনাইন জলিল চৌধুরী(শাকিল)। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। ইউপি সদস্য প্রার্থী ৪৫ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ১১ জন।
৭নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় করছেন ৪ জন। নৌকা মনোনীত প্রার্থী অসীম কুমার দেব। বিদ্রোহী প্রার্থী স্বপন ধর, সতন্ত্র প্রার্থী দিদারুল ইসলাম চৌধুরী টিপু ও শহীদুল ইসলাম। ইউপি সদস্য প্রার্থী ৩১ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৯ জন।
৮নং চাতরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২ জন।
নৌকা মনোনীত প্রার্থী আফতাব উদ্দীন চৌধুরী। সতন্ত্র প্রার্থী শামশুদ্দীন আহমেদ চৌধুরী। ইউপি সদস্য প্রার্থী ৪২ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৮ জন।
৯নং পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। নৌকা মনোনীত প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী, সতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন, হাসান জিয়াউল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হক। ইউপি সদস্য প্রার্থী ৩৩ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৯ জন।
১০নং হাইলধর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। নৌকা মনোনীত প্রার্থী কলিম উদ্দীন। সতন্ত্র প্রার্থী আবু তাহের, মোহাম্মাদ সোলাইমান। ইউপি সদস্য প্রার্থী ৪৪ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৮ জন।